বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ছেলে কর্তৃক পিতা নির্মমভাবে খুন হওয়ার ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই ঘাতক ছেলে গ্রেপ্তার হয়েছেন।মঙ্গলবার (৮ আগস্ট ) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, এদিন ভোররাতে ( সোমবার দিবাগত রাত- মঙ্গলবার ভোর ৪টা ) উপজেলার মনিগ্রাম ইউপির হরিরামপুর গ্রামের পাকারপাড়া এলাকার রুস্তম আলী নিজ ছেলের হাতে নৃশংসভাবে খুন হয় । এরপর থেকে ঘাতক ছেলে শুকুর আলী গা ঢাকা দেয়। তাকে (শুকুর আলীকে) গ্রেপ্তার করতে অভিযান চালায় বাঘা থানা পুলিশ। তারি ধারাবাহিকতায় অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম এদিন (মঙ্গলবার) ঘাতক শুকুর আলীকে মীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বাবা রুস্তম আলী(৭০)কে নির্মমভাবে হত্যা করে পালিয়ে থেকে আত্মগোপন করে শুকুর আলী। মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে ৩০২ ধারায় (পেনাল কোড) মামলার রূজু করে এজাহার ভুক্ত গ্রেফতারকৃত আসামী হিসেবে আজ (বুধবার ) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।