বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও এক্সক্যাভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। রবিবার(৬ আগষ্ট) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহম্মেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি জানান, উপজেলার পাকুরিয়ার কলিগ্রাম এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের দায়ে এস্কেভেটর (ভেকু) মালিক চকরাজাপুর ইউপি’র ৩ নং ওয়ার্ডের সদস্য আমির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সঙ্গে খনন বন্ধ করে এক্সক্যাভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। সেই সঙ্গে, পুকুর খনন করবেনা মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply