কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া
আ.খবর নিউজ ডেস্ক: ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ শনিবার সকাল ৯টায় গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৈঠকে কী কথা হয়েছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমাদের বিষয়টি সিম্পল। বাংলাদেশের নির্বাচন নিয়ে সারা বিশ্বের নজর কেন-এটা হচ্ছে প্রশ্ন। কেন ইইউ টিম এখানে এসে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের মতামত দিতে হচ্ছে? দক্ষিণ এশিয়াতে তো কোনো দেশে তো তাদের যেতে হচ্ছে না। হার্ডলি বিশ্বের কোনো দেশে যেতে হচ্ছে না, কেন বাংলাদেশে আসতে হচ্ছে। সবার মনে যেহেতু এই রকমের প্রশ্ন, ওদের মনেও হয়তো একই প্রশ্ন আমার মনে হয়।’
তিনি বলেন, স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন যে প্রশ্নবিদ্ধ, গ্রহনযোগ্য না-এটাই তো ভিত্তি। এই ভিত্তির ওপর সারা বিশ্ব বাংলাদেশের ওপর নজর দিয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করছে। সুতরাং এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে তারা আসছেন।’
‘এত বেশি প্রশ্নবিদ্ধ যে তারা জানতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনটা আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে সম্ভব হবে কি, হবে না-এটা একটি বিষয়’, যোগ করেন আমীর খসরু।
তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা সবসময় বলে এসেছি, বাংলাদেশের জনগণ যেটা বলছে, বিশ্ব বিবেক বলছে-এই রেজমের অধীনে কোনো নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না, সম্ভব না। বিশাল কারণ, এতগুলো কারণ তো এখানে বলতে পারব না, কারণগুলো আপনারা যেভাবে জানেন, বাংলাদেশের মানুষ জানে, আমরাও জানি, বিশ্ববাসীও জানে। যে কারণে তারা এখানে আসছে, এদের অধীনে নির্বাচন হবে না।’
এরা নির্বাচনের দিনে দূরে থাক, নির্বাচনের ভোট চুরি এখনই চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘ডিসিদের পোস্টিং হচ্ছে, পুলিশের, টিএনওদের পোস্টিং হচ্ছে। বিএনপি নেতাদের গ্রেপ্তার চলছে, দুই-তিন দিনের মধ্যে আক্রমণ চলছে, হাত কেটে ফেলতেছে, বিএনপির জনসমাবেশে বাধা দেওয়া হচ্ছে, গতকাল পদযাত্রায় বাধা দিয়ে আক্রমণ করে আহত করেছে-এটা তো অব্যাহতভাবে চলছে।’
‘তারপর বিএনপি নেতাকর্মীদের বিচারকে ত্বরান্তিত করে তাড়াতাড়ি শাস্তি দিয়ে তারা যাতে নির্বাচন করতে না পারে -এসব কাজগুলো এখনো চলছে। অর্থাৎ ভোটচুরি বাংলাদেশে প্রতিদিন চলছে, যোগ করেন আমীর খসরু।
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র ভোটের দিন নয়, এখনো চলছে, আগেও চলছে-এভাবে প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে নিয়ন্ত্রণ করে আবার জোর করে ক্ষমতায় যাবে জনগণকে বাইরে রেখে। এই বিষয়গুলো পরিষ্কার।স্বাভাবিকভাবে এগুলো তো আলোচনায় আসবে, আলোচনা হয়েছে।’
আমীর খসরু বলেন, ‘আমরা বলেছি, এই রেজিমের অধীনে বাংলাদেশে মানুষ কোনো নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারবে না, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে না, সংসদ নির্বাচন করতে পারবে না, তাদের সরকার নির্বাচিত করতে পারবে না। দিনের আলোর মতো পরিষ্কার বিষয়, এগুলো সকলের জানা আছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু আলোচনায় আসছে, সেই কারণে কথাগুলো আমাদের বারবার বলতে হচ্ছে।’
বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। অন্যদিকে, রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন ছয়জন।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের একটি প্রাক-তথ্যানুসন্ধানী দল গত রোববার ভোরে ঢাকায় আসে। ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় থাকবেন। এ সময় প্রতিনিধিদলটি সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, নাগরিক সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। সূত্র: আমাদের সময়
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply