গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বিয়ের সব আয়োজন সম্পন্ন। বর বেশে নববধূকে আনাতে যাবার সব আয়োজন সম্পুন্ন। পুরো বাড়িতে চলছে আনন্দের মহোৎসব। কিন্তু মুহূর্তেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। আনন্দের বদলে শুরু হলো শোকের মাতম।
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী গ্রামের -দীপক দের ছেলে সেনা সদস্য স্বপন দে (৩২) রাতে তার বাড়ির সামনে গেটে মরিচ বাতির লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন। উপস্থিত বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতের পিষাত ভাই বরুণ চন্দ্র জানান, স্বপন বিবাহ উপলক্ষে দশ দিনের ছুটি নিয়ে গত ১০ জুলাই কর্মস্থল যশোর সেনানিবাস থেকে বাড়িতে আসেন। গতকাল শুক্রবার উপজেলার বিল্বগ্রামে বরযাত্রীসহ মেয়ের বাড়িতে যাওয়ার জন্য প্রস্ততি চলছিল সে মুহূর্তে এ ঘটনা। শুক্রবার রাত সাড়ে ৯টায় গৌরনদী মডেল থানার এস আই দেলোয়ার হোসেন জানান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।