আন্তর্জাতিক ডেস্ক:
চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন।
পুলিশের বরাত দিয়ে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ঘটনাটিকে ‘উদ্দেশ্যেমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে।
নগর সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, তিনজন শিক্ষার্থী ও দু’জন শিক্ষার্থীদের অভিভাবক।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply