রাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে ঈদ সালামি দেওয়ার নাম করে এক শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আজ সোমবার(৩ জুলাই ) সকালে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণকারীকে পলাশকেও গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শিশুর নাম আনিকা (৮)। সে নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। গত শনিবার সন্ধ্যার দিকে তাকে ঈদ সালামী দেয়ার নাম করে অপহরণ করা হয়। নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের পুত্র পলাশ তাকে অপহরণ করে।
পুলিশের ভাষ্যমতে, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে লাশ পুকুরে ফেলে পালিয়ে যায় সে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।
নগরীর শাহ মখদুম থানার উপ-পুলিশ কমিশনার নুর আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।