বাগেরহাট প্রতিনিধি:দাম্পত্য কলহের জের ধরে গলায় রশি দিয়ে এক গৃহবধূ (৩০) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের খানপুর ইউনিয়নের খানপুর গ্রামে। রবিবার সকাল ৯ টায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানাই। মৃত শারমিনা আক্তার ওই এলাকার আহমদ আলী শেখের স্ত্রী। রাফিদ হাসান হিমেল নামের ১১ বছর বয়সী তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ঘটনাস্থল থেকে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়ভাবে জানা গেছে, রবিবার সকালে শারমিনা আক্তার এবং আহম্মেদ আলী শেখ দম্পতির মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরপর তার ছেলে হিমেল পার্শ্ববর্তী নানা বাড়ি এবং তার স্বামী আহমদ আলীও কালিবাড়ি বাজারে চলে যায়। সকাল ৯ টার দিকে স্থানীয়রা ঘরের আড়ার সাথে তাকে ঝুলতে দেখতে পেয়ে শারমিনার পিত্রালয় ও পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃতের মা মাহিরা বেগম জানান, আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ ছিল, হয়তো সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমার মেয়ে ও জামাই এর মধ্যে কোন বিবাদ ছিল না। তাদের সুখের সংসার। মৃতের স্বামী আহমাদ আলী শেখ বলেন, সকালে আমি বাজারে গিয়েছি। খবর পেয়ে বাড়িতে এসে দেখি সে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, লাশের ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।