বাঘা( রাজশাহী ) প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে পৌরবাসীসহ বাঘা-চারঘাটের সকল নাগরিক কে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহীর বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মো. আক্কাছ আলী।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কোরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদ-উল আযহা আমাদের দ্বারে সমাগত। এ ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এ ঈদ আমাদের বিসর্জনের শিক্ষা দেয়। মুসলমানদের নিকট ঈদ-উল আযহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে ছোট -বড় ধনী-গরীব, সকলে এক হয়ে নামাজ আদায় করে। পবিত্র ঈদ-উল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে।
কোরবানি করা পশুর রক্ত, বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষনের জন্য পৌরবাসীকে বিনিত অনুরোধ করে মেয়র বলেন, যেখানে সেখানে কোরবানি না করে নির্দিষ্ট কোন স্থানে সকলে স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু জবেহ করে বর্জ্য মাটিতে পুঁতে ফেলুন। যাতে করে পরিবেশ ও বায়ুদুষন না হয়।
সবশেষে তিনি বাঘা পৌরসভার সর্বস্তরের জনগনের সুখশান্তি ও সফলতা কামনা পূর্বক বাংলাদেশসহ সমস্ত দুনিয়ার মুসলিম উম্মাহর প্রতি মহান আল্লাহ তায়ালার রহমত বর্ষনের প্রার্থনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply