নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জলঢাকায় নদী থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৩ জুন) দুপুরের উপজেলার টেংগনমারী বটতলা চারাল কাঠা নদী থেকে মরদেহটি উদ্ধার করে তারা।
পরে বিকেলে পুলিশ এসে মরদেহ টি ময়নাতদন্তের জন্য নিজ হেফাজতে নেয় বলে জানায় স্থানীয়রা। জাহাঙ্গীর আলম (৪৫) টেংগনমারী পাশারি পাড়া এলাকার মৃত নছর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ জুন) রাতে জুয়া খেলার সময় পুলিশ ধাওয়া করলে দৌড়ে চারাল কাঠা নদীতে লাফ দেয় জাহাঙ্গীর। এরপর থেকে আর তাকে খুজে পাওয়া যাচ্ছিলো না। আজ দুপুরে ভাসমান অবস্থায় নদীতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে নদী থেকে মরদেহটি জাহাঙ্গীরের নিজ বাসায় নিয়ে যায় তারা। উদ্ধারের ২ ঘন্টা পরে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তে পাঠায় বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় আসাদুজ্জান জামান বলেন, গতকাল জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দেয় জাহাঙ্গীর। তার পর আর বাসায় আসে নাই। আজ তো নদী থেকে মৃত অবস্থায় পাওয়া গেলো। একটু আগে পুলিশ এসে মরদেহ নিয়ে গেলো।
এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।