মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে একদিকে বজ্রপাতে জেলের মৃত্যু হয়েছে অন্যদিকে নদী থেকে এক বোবা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তিরা হলো- জেলার শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়া (৪০) ও দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের পশ্চিম টেংড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মাঈনুদ্দিন (১৮)। আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় পুলিশ ময়না তদন্তের জন্য ১জনের লাশ মর্গে পাঠিয়েছে। আর অন্যজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (২১ জুন) সন্ধ্যায় জেলার শাল্লা উপজেলার সুলতানপুর গ্রাম সংলগ্ন হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হয় জেলে লিটন মিয়া। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
অন্যদিকে দোয়ারাবাজার উপজেলা সদরের লোকনাথ জুয়েলারী ওয়ার্কশপের পিছনের অবস্থিত সুরমা নদীর তীরে বোবা যুবক মাঈনুদ্দিনের লাশ পানিতে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে এসে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ও শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম পৃথক ঘটনায় ২জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply