স্টাফ রিপোর্টার :চট্টগ্রাম মহানগরীর সন্ধীপ ঘাট এলাকা হতে ১৯,২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
বুধবার (২১ জুন) দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সন্দ্বীপঘাট এলাকায় একটি যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১৯,২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: কক্সবাজার জেলার টেশনাফ থানার হাবির পাড়া গ্রামের মৃত মকগুল আহম্মদের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৫), একই জেলার সদর থানার রুমালিয়া ছড়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে মোঃ রিদওয়ান (৩০) ও টেশনাফ থানার হাজম পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২০)।
বৃহস্পতিবার বিকালে র্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব-৭, জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের কুতুবদিয়া হতে একটি যাত্রীবাহী ট্রলার যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট-সহ চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বুধবার (২১ জুন) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন সন্দ্বীপঘাট এলাকায় বর্ণিত যাত্রীবাহী ট্রলারটির জন্য অপেক্ষা করতে থাকে। এদিন দুপুর পৌনে ১টায় যাত্রীবাহী ট্রলারটি ঘাটে এসে থামার সঙ্গে সঙ্গে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি হাতে ব্যাগ-সহ ট্রলার থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতার মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হাতে থাকা ৩টি শপিং ব্যাগ থেকে সর্বমোট ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় , তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ আশেপাশের জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।