ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা : ঈশ্বরদীতে অটোটেম্পু (সিএনজি) ও ট্রাক্টরের সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার(৬ জুন) ছোট ভাইয়ের শশুরের জানাযার নামাজ শেষে ফেরার পথে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে সিএনজি ও ট্রাক্টরের সংঘর্ষে র ঘটনা ঘটে। এতে সিএনজির যাত্রী রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ২ বছর বয়সী ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় গুরতর আহত হয় রফিকুলের স্ত্রী, সিএনজি চালকসহ আরো দুইজন । আহতরা চিকিৎসাধিন রয়েছেন।
এদিকে, বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ ও সহকারি কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির।
পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply