নিজস্ব প্রতিবেদক- রাজশাহী :
প্রতিক বরাদ্দ পাওয়ার পরই নির্বাচনী মাঠে গণসংযোগ শুরু করেছেন মেয়র প্রার্থীরা। থেমে নেই কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগের অংশ হিসাবে বিকেলে নগরীর ১নম্বর ওয়ার্ড এলাকায় কাঁঠালবাড়ীয়া এলাকায় গণসংযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী। তিনি নেতাকর্মী সমর্থদের নিয়ে বিকেলে এ গণসংযোগ করেন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রথম দিনে প্রচারণার অংশ হিসাবে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।
একই সাথে চান তার পাখা মার্কায় ভোট। তুলে ধরেন নির্বাচিত হতে পারলে কিকি উন্নয়ন করবেন। একটি প্রচার মিছিল নগরীর ১নং ওয়ার্ডের কাঠাল বাড়িয়া মোড়ে শুরু হয়ে এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply