কুমিল্লা ও দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস সড়ক থেকে ছিটকে পড়ে দুই যাত্রী নিহত ও তিনজন আহত হয়েছে।রোববার সকালে উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
ওসি জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটো গাড়িই সড়কের পাশে খাদে পড়ে যায়। দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি। নিহত হয় দুইজন।
এ ঘটনায় তিনজন আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, আহতদের গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply