নিউজ ডেস্কঃ
নাইকো মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারকার্য শুরু করা সম্পূর্ণরূপে শেখ হাসিনার রাজনৈতিক উগ্রতা ও প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণআন্দোলনে ভীত-সন্ত্রস্ত আওয়ামী লীগ খেই হারিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে বিএনপির ওপর নারকীয় উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বৈঠক করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মী এবং মিছিল-সমাবেশের ওপর হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে।
আজ বুধবার (২৪ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ভোটাধিকারের ন্যায্য দাবি, অত্যাচার, উৎপীড়ন, খুন, গুম, লুণ্ঠন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিও তারা সহ্য করতে পারছে না। ছাত্রলীগের বাছাই করা ক্যাডারদের আইনশৃঙ্খলা বাহিনীতে ঢুকিয়ে তাদের দিয়ে হায়েনার মতো হামলে পড়ে পদযাত্রা-মিছিল-সমাবেশ ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। গায়েবী মামলা, গ্রেপ্তার-নির্যাতনের চণ্ডনীতিতে নেমেছে সরকার। সারা দেশের জনপদের পর জনপদে আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্র সজ্জিত করা হয়েছে এবং উজ্জীবিত করা হয়েছে বিএনপিসহ বিরোধী দল-মতকে নিশ্চিহ্ন করতে।
বিএনপির এই নেতা বলেন, জনগণ এই সরকার উৎখাতে রাস্তায় নেমে পড়েছে। হাটে-মাঠে-ঘাটে মানুষ আজ ঐক্যবদ্ধ। আন্দোলনে সবাই ঝাঁপিয়ে পড়েছে। বিএনপির তৃণমূলের শক্তি এখন সবচেয়ে জোরালো। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এ দেশের মৃত্তিকা থেকে উৎসারিত। তাই একে উপড়ে ফেলা এত সহজ নয়। রক্তপিপাসু মনোভাব পরিত্যাগ না করলে আওয়ামী লীগ চিরতরে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
গত ১৯ মে থেকে এখন পর্যন্ত বিএনপি ঘোষিত জনসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে পাওয়া তথ্য উল্লেখ করে রিজভী বলেন, সারা দেশে মোট ১৪৮টি মামলা হয়েছে। ৬৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পাঁচ হাজারের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। হামলায় অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, গতকাল পদযাত্রা থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমসহ ২৫ নেতাকর্মীকে আটক করেছে। অতীতের মতো আবারও বাসে আগুন দিয়ে তারা বিএনপির ওপর দায় চাপানোর পুরোনো নাটক শুরু করেছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply