লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ ১২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন পুলিশ সুপার সাইফুর রহমান।
প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার জানান, সোমবার দিবাগত রাতে (মঙ্গলবার) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। ভোর ৩টার দিকে একটি মোটরসাকেল আসলে পুলিশ চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি ফেলে চালকসহ তিন ব্যক্তি (অজ্ঞাত) পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ সময় ফেলে যাওয়া মোটরসাইকেল থেকে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি শর্টগান, ৯৭ রাউন্ড বন্দুকের এবং ২৫ রাউন্ড শটগানের তাজা গুলি উদ্ধার করা হয় । এব্যাপারে লালপুর থানায় মামলা হয়েছে।