নিজস্ব প্রতিবেদক:লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন কোনো গাড়ি ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না বলে নির্দেশনা জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীতে চলা প্রায় ১২০টি পরিবহন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সব টার্মিনাল মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতাদের সমন্বয়ে রবিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতির সপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, আসন্ন ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কোনো ভাবেই আদায় করা যাবে না। শ্রমিকদের বেকার ভাতা বা ঈদ বকশিশের নামে গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। বাস টার্মিনালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ‘ভিজিল্যান্স টিম’ গঠন করতে হবে। সূত্র: কালের কণ্ঠ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply