আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের রাজধানী আঙ্কারায় দায়িত্বরত ৯টি দেশের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ৯ জনের মধ্যে জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও রয়েছেন। খবর রয়টার্সের।
নিরাপত্তার কারণ দেখিয়ে জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গত সপ্তাহে তাদের কনস্যুলেট সাময়িকভাবে বন্ধ করে দেয়। মূলত এর জেরে ৯ জন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। এই ৯ দেশ হলো—জার্মানি, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন ও যুক্তরাষ্ট্র।
সুইডেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডসে তুরস্কের দূতাবাসের সামনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় এর কড়া সমালোচনা করেছে আঙ্কারা। কোরআন পোড়ানোর কারণে সুইডেনকে ন্যাটোতে যোগ না বাধাদানের ঘোষণা দিয়েছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ঘোষণা দিয়েছেন, কোরআন পোড়ানো বন্ধ না করলে সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমতি দেবে না তুরস্ক। তবে ইউরোপীয় দেশগুলোর দাবি, বাকস্বাধীনতার কারণেই মূলত কোরআন অবমাননাকারীদের কিছু বলতে পারছে না তারা।
মূলত এ বিষয়ে তুরস্কের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে কনস্যুলেট বন্ধ করে দিয়েছে ইউরোপীয় দেশগুলো।
এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, দেশটির বিরুদ্ধে মনস্তাত্বিক যুদ্ধ শুরু করে দিয়েছে ইউরোপীয়রা।সূত্র: যুগান্তর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply