বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ
সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীর বাঘায় আজ শুক্রবার জুম্মার নামাজের পর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার পুরাতন বাস ষ্ট্রান্ড এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে বাঘা মাজার এলাকার ঐতিহাসিক তেঁতুল তলায় গিয়ে শেষ হয়। মিছিলে নের্তৃত্ব দেন বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ) ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, বাঘা শাহী মসজিদের পেশ ইমাম মুফতি আশরাফ আলী।
বক্তব্য কালে মুফতি আশরাফ আলী বলেন,ইসলামের বাইরে থাকা লোকজন দলে দলে মুসলমান হওয়ার কারণে সুইডেনে কুরআন পুড়িয়ে ন্যাংকার জনক কাজ করছে। সেক্ষেত্রে ইসলামের হক আদায়ের জন্য আমরা মোকাবেলা করবো। তিনি বলেন, আল্লাহ তায়ালা কুরআনের মাধ্যমে মুসলমানদের মধ্যে যে আলো জ্বালিয়ে দিয়েছেন,কুরআন পুড়িয়ে তার মোকাবেলা করতে পারবেনা।
ছাত্রলীগের সাবেক নেতা সানোয়ার হোসেন সুরুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম,বাঘা মাহী মসজিদের সাবেক ইমাম মাওলানা শফিকুল ইসলাম, মাজার মসজিদের ইমাম মাওলানা মহসীন আলী প্রমুখ। উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুল গাফফার,ব্যবসায়ী সাজেদুল ইসলামসহ অনেকেই।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাজ্জাদ হোসেন বলেন, মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে এরকম একটি প্রোগাম করার বিষয়টি আমার জানা আছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক আজকের খবর
Leave a Reply